চট্টগ্রামকে আধুনিক বিশ্বমানের নগরী হিসেবে গড়ে তুলতে সরকার আন্তরিক: আমিন

বাংলাদেশ আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেছেন, চট্টগ্রামকে একটি আধুনিক বিশ্বমানের নগরী হিসেবে গড়ে তুলতে সরকার অত্যন্ত আন্তরিক। তিনি বলেন,‘কর্ণফুলীর তলদেশে টানেল নির্মাণের মাধ্যমে টুইন সিটি বাস্তবায়ন, মিরসরাই ও আনোয়ারায় বৃহৎ শিল্প নগরী গড়ে তোলাসহ পুরো চট্টগ্রামকে একটি আধুনিক বিশ্বমানের নগরী হিসেবে গড়ে তুলতে সরকার অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে।’

আওয়ামী লীগের নতুন কমিটিতে পুনরায় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হওয়ার পর আজ প্রথম চট্টগ্রামে এসে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে আমিন এ অভিমত ব্যক্ত করেন। আমিনুল ইসলাম আমিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামকে নিজের জেলার মতোই ভালবাসেন। এ কারণেই চট্টগ্রামে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে এবং হচ্ছে। তিনি বর্তমান সরকারের এ বিশাল কর্মযজ্ঞ তুলে ধরার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

চট্টগ্রাম সিনির্য়স ক্লাবে আয়োজিত এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এমএ সালাম, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নাছির উদ্দিন তোতা প্রমূখ। সভা পরিচালনা করেন দক্ষিণজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান