চট্টগ্রামেও করোনাভাইরাস পরীক্ষা শুরু

রাজধানী ঢাকার পর এবার চট্টগ্রামেও করোনাভাইরাস পরীক্ষা শুরু হয়েছে বলে জানিয়েছেন, সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

আজ শনিবার দুপুরে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে দেশের সবশেষ পরিস্থিতি জানাতে অনলাইন লাইভ ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

এসময় তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোনো করোনারোগী পাওয়া যায়নি। তবে চারজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আইইডিসিআর পরিচালক বলেন, আমরা আপনাদের সুখবর দিতে চাই যে গত ২৪ ঘণ্টায় আরও চারজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, যাদের মধ্যে কোভিড-১৯ রোগের সংক্রমণ ছিল, তাদের মধ্যে এখন কোভিড সংক্রমণ নেই। এ নিয়ে আক্রান্ত ৪৮ জনের মধ্যে ১৫ জন সুস্থ হয়ে গেছেন।

তিনি জানান, এছাড়া যাদের কোভিড-১৯ সংক্রমণ নির্মূল হয়েছে, তাদের একটি বিশ্লেষণ করে দেখেছি, তারা মোটামুটিভাবে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত হাসপাতালে ছিলেন। বেশিরভাগ ক্ষেত্রে তাদের লক্ষণ-উপসর্গভিত্তিক চিকিৎসা দেয়া হয়েছে। তাদের একজনের কিডনি সমস্যা ছিল, তাকে সেখানে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হয়েছিল। তিনি এখন করোনা সংক্রমণমুক্ত।

আজকের বাজার / এ. এ