চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আনোয়ারা ও সীতাকুণ্ডে বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

নিহতরা হলেন অটোরিকশার চালক মো. হানিফ (৬৬), শিশু সুনীল বড়ুয়া (৮) ও ট্রাকচালক মোহাম্মদ এরশাদ (২৭)।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৮টার দিকে আনোয়ারা উপজেলার পরৈকোড়া গ্রামে জিপের ধাক্কায় সুনীলের মৃত্যু হয়। সে ওই গ্রামের সুজিত বড়ুয়ার ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, আহত সুনীলকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে, সাড়ে ৫টার দিকে একই উপজেলার পিএবি সড়কের কালাবিবির মোড়ে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার চালক হানিফ নিহত ও তিনজন আহত হন।

আনোয়ারা থানার উপ-পরিদর্শক মো. কামরুজ্জামান জানান, বাঁশখালী থেকে ছেড়ে আসা অটোরিকশার সাথে বিপরীতমুখী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চালক মারা যান। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক খাদে পড়ে চালক নিহত হয়েছেন। নিহত এরশাদের বাড়ি নোয়াখালী।

আজ সকাল ৭টার দিকে গুল আহম্মদ জুট মিলের সামনে এ ঘটনা ঘটে।

কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশান লিডার আতিকুল রহমান বলেন, ‘খাদে পড়া ট্রাকের ভেতর আটকা পড়ে শ্বাস বন্ধ হয়ে চালক মারা যান। আমরা লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি।’

বার আউলিয়া হাইওয়ে থানার এসআই আবুল হাসনাত জানান, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।