চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বসেছে ডিজইনফেকশন গেট

করোনা রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বসেছে ডিসইনফেকশন গেট। সকল প্রস্তুতি শেষে আজ সকালে এই গেইট স্থাপন করা হয়েছে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মোহাম্মদ মোস্তাফিজ ভুঁইয়ার উদ্যোগে এবং বিএসআরএম-এর সহায়তায় এই গেট স্থাপন করা হয়।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ জানান, ওসি মোস্তাফিজ ভূঁইয়ার এই উদ্যোগ সত্যি প্রসংশনীয়। তার উদ্যোগেই আমাদের হাসপাতালে ডিজইনফেকশন গেট স্থাপিত হয়েছে। প্রথমে তিনি আমাদের সাথে আলোচনা করেন। উদ্যোগের কথা আমাদের বলেন। একই সাথে তার অনুরোধে বিএসআরএম সাড়া দেন এবং টেকনিক্যাল সাপোর্ট দিয়ে নিজেদের টিম দিয়ে এই গেইট স্থাপন করতে সাহায্য করেন।

মোস্তাফিজ ভূঁইয়া বলেন, এই গেইটটির পরিচালনা এবং জীবাণুনাশক দ্রব্যাদি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ বহন করবে।
তিনি বলেন, আমরা অসুস্থ হলে ডাক্তারদের কাছে যাই। ডাক্তারদের যদি আমরা সব ধরনের সহায়তা দিয়ে এমন কঠিন সময়ে সুস্থ রাখতে পারি তাহলে আমাদেরকে সুস্থ রাখবেন কিন্তু তারাই। সেই চিন্তা থেকেই আমার এই উদ্যোগ ।