চমেকে ডেঙ্গু রোগীর মৃত্যু

চট্টগ্রামে রোজিনা বেগম নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর দুপুরের দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওই রোগী মারা যান।

চট্টগ্রাম নগরীর কর্নেল হাট এলাকার বিশ্বকলোনীতে রোজিনা বেগম বাসা ভাড়া করে থাকতেন বলে জানা গেছে। তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে।

রোজিনা বেগমের স্বামী স্বপন জানান, গেল মঙ্গলবার থেকে রোজিনা জ্বরে ভুগছিলেন। বুধবার কর্নেল হাটের একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করালে ডেঙ্গু ধরা পড়ে। রিপোর্ট পাওয়ার পর বুধবার রাতেই রোজিনাকে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের, সহকারী রেজিস্টার ডা. ইমন তালুকদার জানান, বুধবার রাতে রোজিনা বেগমকে চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তখন তার অবস্থা স্থিতিশীল ছিল। কিন্তু আজ দুপুরে হঠাৎ তার মস্তিষ্কে রক্তক্ষরণ হলে মারা যান রেজিনা।

এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গু অনাক্রান্ত হয়ে চারজন মারা গেল।

আজকের বাজার/এমএইচ