চাঁদপুরে বজ্রপাতে একই পরিবারের ৪ জনের মৃত্যু

চাঁদপুর বড় স্টেশন মোলহেড এলাকায় বজ্রপাতে একই পরিবারের ৪জনের মৃত্যু হয়েছে।
রোববার দুপুর পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে।
তারা হলেন, অহিদা বেগম (৫৫) , তার মেয়ে রেহানা আক্তার (২৭), রেহেনার মেয়ে সামিয়া (৮) ও পুত্র সাব্বির (১০)।
চাঁদপুরের অতিরিক্ত এসপি মিজানুর রহমান জানান, রেহেনার গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার বদরপুরের আন্দির পাড় গ্রামে। সেখান থেকে তারা আজ চাঁদপুর বড় স্টেশন মূল হেডে ঘুরতে এসেছিলেন।
তিনি জানান, স্থানিয়রা ঘটনাস্থল থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে চাঁদপুর সরকারি জেলা হাসপাতালে নিয়ে যায়।
চাঁদপুর সদর হসপিটালের আবাসিক চিকিৎসক ডা : সুজাউদ্দৌলা রুবেল জানান, বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা আছে।
চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খাঁন ও পুলিশ সুপার মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হাসপাতালে গিয়ে নিহতদের আত্মীয়দের সমবেদনা জানান। এ সময় জেলা প্রশাসকের সেচ্ছাদিন তহবিল থেকে লাশ দাফনের জন্য ৩০ হাজার টাকা অর্থ সহায়তা দেয়া হয়।