চাঁদপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে ব্যাংক কর্মকর্তা নিহত

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাট এলাকায় আজ সকাল সাড়ে ৭টায় বাস ও সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো চারজন।

মৃত এমরান হোসেন ফাস্ট সিকিউরিটি ব্যাংকের একাউন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি হাজিগঞ্জ উপজেলার বলাখাল গ্রামে।
চাঁদপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ ফরিদ আহমেদ জানান, ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ও হাজীগঞ্জ থেকে চাঁদপুরগামী সিএনজি চালিত অটোরিকশাটি ঘোষের হাট এলাকায় এলে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই মারা যায় ব্যাংক কর্মকর্তা এমরান হোসেন। আহত বাকী চারজনকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়।

চাঁদপুর সদর হসপিটালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা: সুজাউদ্দৌলা রুবেল জানান, আমরা আহতদের প্রাথমিক চিকিৎসা সেবা দিয়েছি। আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে খবর পেয়ে আহতদের দেখতে জেলা প্রশাসক মাজেদুর রহমান খান হাসপাতালে ছুটে আসেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম উদ্দিন জানান, নিহত এমরানের মৃতদেহ ময়না তদন্তের জন্যে চাঁদপুর মডেল থানায় রাখা হয়েছে। ঘাতক বাস চালক ও হেলপারদের আটক করা সম্ভব হয়নি। বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।