চাঁপাইনবাবগঞ্জে জেএমবি সন্দেহে ৩ জন আটক

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য সন্দেহে ৩ জনকে আটক করেছে র‌্যাব।

বুধবার (২৭ জুন) গভীর রাতে উপজেলার চটিগ্রাম এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের চাকলা গ্রামের মো. বিশারদ আলীর ছেলে হারুন অর রশিদ (৪০), একই এলাকার মো. গিয়াস উদ্দিনের ছেলে আব্দুর রহমান (৩৮) ও একই উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লার দিয়াড় গ্রামের শামসুদ্দিনের ছেলে মো. গোলাম আজম (৪৫)।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল বুধবার রাত প্রায় ১টার সময় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের চটিগ্রাম এলাকার একটি পেয়ারাবাগানে অভিযান চালিয়ে সন্দেহভাজন তিন জেএমবি সদস্যকে আটক করে।

এ সময় তাদের কাছ থেকে চারটি বই ও দুটি ম্যাগাজিন, একটি মোবাইল ফোনসেট, একটি সিমকার্ড, দুটি টর্চলাইট, গ্যাস লাইটার ও মোমবাতি জব্দ করা হয়।

আজকের বাজার/একেএ