চাইন্দা বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব উদযাপন

খাগড়াছড়ি শহরের গঞ্জপাড়ায় চাইন্দা বৌদ্ধ বিহারে নানা ধর্মীয় আনুষ্ঠানিকতায় কঠিন চীবর দানোৎসব উদযাপিত হচ্ছে। তিন মাসের বর্ষাবাস (উপোস) শেষে এ কঠিন চীবর দানোৎসব পালন করা হয়।

আজ মঙ্গলবার সকাল ১০ টা থেকে চাইন্দা বৌদ্ধ বিহারে বুদ্ধ পুজা, পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্ট পরিস্কার দান, হাজার বাতি দান ও ধর্ম দেশনার মধ্য দিয়ে শুরু হয় কঠিন চীবর দানোৎসব। এতে প্রধান অতিথি থেকে বিকেলে ধর্ম দেশনা দেবেন, পানছড়ি অরণ্য কুটির বৌদ্ধ বিহারের প্রধান ভিক্ষু ভ্রম দত্ত মহাথের।

সকালে কঠিন চিবর দানোৎসব প্রথম পর্বে উপস্থিত ছিলেন, ভিক্ষু চাইরা মিজু, চাইন্দা বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি চাইথোয়াই মারমা, সাধারণ সম্পাদক মংথুই মারমা প্রমূখ।

জগতের সকল প্রাণীর সুখ সমৃদ্ধি কামনা করে সকালে বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রদীপ প্রজ্জ্বলন, ফুল-ফল পুজা ও প্রার্থনা করে বৌদ্ধ ধর্মাবলম্বীরা ভান্তেকে ছোয়াইং প্রদান করে উৎসব পালনের মধ্য দিয়ে সন্ধ্যায় ভগবান বৌদ্ধের উদ্দেশ্যে আকাশে আকাশে প্রদীপ (ফানুস) উড়ানোর ও হাজার প্রদীপ জ্বালিয়ে জগতের সকল প্রাণীর মঙ্গল কামনা করে।

আজকের বাজার/লুৎফর রহমান