চামড়া খাতের উন্নয়নে ইতালির সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের চামড়া খাতের উন্নয়নে ইতালির সহযোগিতা কামনা করেছেন। রোববার বাংলাদেশে ইতালির নবনিযুক্ত রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতা প্রধানমন্ত্রীর সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, ‘আমাদের চামড়া খাতে আপনাদের সহযোগিতা প্রয়োজন। ইতালির চামড়া পণ্য ভালো, ইতালিয়ানরা তাদের চামড়া পণ্যের ব্যাপারে খুবই যত্নশীল।’

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন। খবর ইউএনবি।

তিনি বলেন, ইতালির সাথে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি করতে প্রধানমন্ত্রী গুরুত্বারোপ করেছেন।

তিনি নবনিযুক্ত রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং তার দায়িত্ব পালনকালে সরকারের সকল সহযোগিতার নিশ্চয়তা দেন।

রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতা বলেন, তিনি কাজের জন্য বাংলাদেশকে বেছে নিয়েছেন এবং দুদেশের মধ্যকার দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে কাজ করবেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে, আমাদের বাণিজ্যিক সম্পর্ক অবশ্যই বৃদ্ধি করতে হবে।’

তিনি দুই দেশের চেম্বার্স অব কমার্সের মধ্যকার সম্পর্ক বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। ‘আমাদের সহযোগিতার ক্ষেত্রগুলো বিশ্লেষণ করতে হবে,’ যোগ করেন রাষ্ট্রদূত।

তিনি উল্লেখ করেন যে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে এবং সহযোগিতা বাড়াতে ইতালি একটি সংসদীয় দল গঠন করেছে।

এনরিকো নুনজিয়াতা বাংলাদেশে বস্ত্র ও প্রযুক্তিখাতে প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে তার দেশের আগ্রহের কথা জানান।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ইতালীয় রাষ্ট্রদূত বলেন, তিনি বিশ্বের বিভিন্ন দেশে অনুপ্রেরণার উৎস।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান বৈঠকে উপস্থিত ছিলেন।

আজকের বাজার/এমএইচ