চীনের উচ্চ ক্ষমতা সম্পন্ন ভূ-পর্যবেক্ষণ স্যাটেলাইট উৎক্ষেপণ

চীন একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ভূ-পর্যবেক্ষণ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। খবর সিনহুয়া’র।

মঙ্গলবার (৩১ জুলাই) দেশের উচ্চ ক্ষমতা সম্পন্ন ভূ-পর্যবেক্ষণ প্রকল্পের আওতায় জাওফিন-১১ নামের অপটিক্যাল দূর নিয়ন্ত্রিত বোধ সম্পন্ন এই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়।

শানজি প্রদেশের তাইওয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে জাওফিন-১১ স্যাটেলাইটটি বেইজিং সময় সকাল ১১ টায় দূরপাল্লার ৪বি রকেটের মাধ্যমে উৎক্ষেপিত হয়। দূরপাল্লার উৎক্ষেপণ রকেটের মাধ্যমে এটি উৎক্ষেপণ করা হয় যা ছিল এর ২ শ’ ৮২ তম উড্ডয়ন অভিযান।

স্যাটেলাইটটি ভূমি জরিপ, নগর পরিকল্পনা, সড়ক যোগাযোগের নকশা প্রণয়ন, কৃষি এবং দুর্যোগে ত্রাণ কার্যে ব্যবহার করা হবে। এছাড়াও এর তথ্য বলয় ও সড়ক উদ্যোগে ব্যবহার করা হবে।

প্রকল্পটি ২০১০ সালে শুরুর পর থেকে চীন ক্রমবর্ধমান হারে এই গ্রহের পরিষ্কার ছবি পাচ্ছে।

আজকের বাজার/একেএ