চীনের ওপর যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞা

চীনের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিষেধাজ্ঞার পরিমান ৫০ বিলিয়ন ডলার।
মেধাস্বত্ব চুরির অভিযোগে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞার ঘোষণাপত্রে সই করেন। পরে দেশটির বাণিজ্য প্রতিনিধিকে এটি বাস্তবায়নের নির্দেশ দেন।

হোয়াইট হাউস জানিয়েছে, গত ৭ মাস ধরে চীনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছিলো। কিন্তু সে আলোচনা ফলপ্রসু হয়নি। তারপর নিষেধাজ্ঞার এ  সিদ্ধান্ত নেয়া হয়।

তবে চীন জানিয়েছে, তারা প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে তৈরি আছে।

অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন, যুক্তরাষ্ট্রের এ নিষেধাজ্ঞার ফলে দুই দেশের মধ্যে ‘বাণিজ্য যুদ্ধ’ শুরু হতে পারে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যান্য দেশের বাণিজ্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়বে। যার প্রভাব পড়তে পারে খোদ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও। দেশটির কৃষিভিত্তিক শিল্প ও খুচরা বিক্রেতাদের মধ্যে এ নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

নিষেধাজ্ঞার অংশ হিসেবে বিভিন্ন চীনা পণ্যের ওপর বেশি হারে শুল্ক আরোপের পাশাপাশি অন্যান্য পদক্ষেপ নেয়ার কথাও রয়েছে।

আরএম/