চীনের কারাখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১২

চীনের মধ্যাঞ্চলে গ্যাস কারাখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে বলে শনিবার কর্তৃপক্ষ জানিয়েছে।

এ ঘটনায় আরও ১৩ জন গুরুতর আহত এবং তিনজন নিখোঁজ রয়েছেন বলে চীনের জ্বালানি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে। তারা আরও জানায়, ২৭০ জন ফায়ার ফাইটার ও উদ্ধারকর্মী তিন দফা অনুসন্ধান ও উদ্ধার কাজ সম্পন্ন করেছেন।

শুক্রবার সন্ধ্যায় হেনান প্রদেশের ইমা শহরে এ বিস্ফোরণে তিন কিলোমিটার দূরের ভবনের দরজা-জানালাও ভেঙে যায় বলে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

সিনহুয়া সংবাদ সংস্থা জানায়, হেনান কোল গ্যাস (গ্রুপ) কোম্পানির ইমা গ্যাস করাখানায় বায়ু পৃথকীকরণ ইউনিটে এ বিস্ফোরণ ঘটে। গ্যাস ট্যাংকার এলাকায় এ দুর্ঘটনা ঘটেনি।

কারখানা, বিদ্যুৎকেন্দ্র ও খনিতে নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে কেন্দ্রীয় সরকারের নির্দেশ থাকা সত্ত্বেও চীনে প্রায়ই শিল্পকারখানায় দুর্ঘটনা ঘটে।

মার্চে পূর্বাঞ্চলের জিয়াংসু প্রদেশে এক রাসায়নিক কারখানায় বিস্ফোরণে ৬০ জনের অধিক মানুষ মারা যায়।

আজকের বাজার/লুৎফর রহমান