চীনের সাথে আলোচনা শুক্রবার অব্যাহত থাকবে

চীনের সাথে গুরুত্বপূর্ণ বাণিজ্য আলোচনা শুক্রবার অব্যাহত থাকবে। চীনা পণ্যের ওপর নতুন করে কঠিন শুল্ক কার্যকর করার প্রায় ৯০ মিনিট আগে এমন কথা বলা হলো। বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউস একথা জানায়। খবর এএফপি’র।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, চীনা প্রতিনিধির সঙ্গে বৈঠকের পর মার্কিন বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটজার ও অর্থমন্ত্রী স্টিভান মুচিনের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠক করেন। উভয় পক্ষ ইউএসটিআরে কাল (শুক্রবার) সকালে আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, লাইটজার ও মুচিন চীনের উপ প্রধানমন্ত্রী লিউ হি’র সঙ্গে নৈশভোজ ও আলোচনা করেন। হি চীনা প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।