চীনে নতুন করে ২৭ জনের করোনা শনাক্ত

চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে যে দেশটিতে মঙ্গলবার নতুন করে ২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২২ জনই স্থানীয়ভাবে সংক্রমিত।

জাতীয় স্বাস্থ্য কমিশন নিয়মিত রিপোর্টে জানিয়েছে, স্থানীয়ভাবে সংক্রমিত সবাই জিনজিয়াংয়ের উইঘুর অঞ্চলের বাসিন্দা।

মঙ্গলবার বাইরে থেকে আগত পাঁচজনের শরীরে করোনা পাওয়া যায়। দুজন সাংহাইয়ের এবং বেইজিং, সিচুওয়ান ও সানজির একজন করে রয়েছেন।

মঙ্গলবার কোভিড-১৯ এ কেউ মারা যাওয়ার খবর পাওয়া যায়নি। ওইদিন ১৭ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।

মঙ্গলবার পর্যন্ত চীনে ৮৪ হাজার ৪৯১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ৮১০ জন এখনও চিকিৎসাধীন আছেন। ৩৬ জনের অবস্থা আশংকাজনক।

৭৯ হাজার ৪৭ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। মারা গেছেন ৪ হাজার ৬৩৪ জন।