চীনে ভাইরাসের উৎপত্তিকেন্দ্রের কাছের আরেকটি নগরীর গণপরিবহন বন্ধ ঘোষণা

চীনের ভাইরাস ছড়িয়ে পড়া কেন্দ্রের কাছের আরেকটি নগরীর গণপরিবহন শুক্রবার বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও নগরীটির নদী সেতু সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। এ ভাইরাস দেশব্যাপী ছড়িয়ে পড়া রোধে এসব ব্যবস্থা গ্রহণ করা হয়।এ নিয়ে মোট সাতটি নগরীর গণপরিবহন বন্ধ করে দেয়া হলো। খবর এএএফপি’র।
হুবেই প্রদেশের হুয়াংশি নগরী কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে যে গ্রিনিচ মান সময় ০২০০ টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পরিবহন পথ ও ফেরি ঘাট বন্ধ থাকবে।