ছবি করতে ৪০ কেজি ওজন কমাতে হয়েছে সাইফ কন্যা সারার!

বলিউড জগতে আসার জন্য কঠোর পরিশ্রম করে প্রায় ৪০ কেজি ওজন কমাতে হয়েছে সাইফ আলী খান ও অমৃতা সিংয়ের মেয়ে সারা আলী খানকে। গেল সপ্তাহে মুক্তি পাওয়া প্রথম ছবি ‘কেদারনাথ’ দিয়ে দর্শকের মনে পাকা জায়গা করে নিতে শুরু করেছেন তিনি।

৭ ডিসেম্বর মুক্তি পায় তার অভিষেক ছবি ‘কেদারনাথ’। এতে সারার বিপরীতে অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত।

মা বাবার মতোই একসময়ে বলিউডে অভিনয় করার স্বপ্ন দেখতেন সাইফ-অমৃতার কন্যা। মা অমৃতা সিংহকে সে কথা জানিয়েও ছিলেন ‘কেদারনাথ’-এর অভিনেত্রী। আর সে কথা শোনামাত্র প্রথমেই সারাকে ওজন কমানোর পরামর্শ দিয়েছিলেন অমৃতা। খবর আনন্দবাজারের।

বলিউডে পা রাখার আগে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন সারা। আর সেই সময়েই বলিউডে অভিনয় করার চিন্তা ঢুকে তার মাথায়। কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমে আক্রান্ত ছিলেন এই স্টারকিড। এমন রোগে আক্রান্ত হওয়ার কারণে সারার ওজন সে সময়ে ছিল ৯৬ কেজি। সেই সারাই দেড় বছরের মধ্যে ওজন কমিয়ে ছিপছিপে গড়নে চমকে দিয়েছিলেন তার মাকেও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সারা আলি খান বলেছেন, ‘ছোটবেলা থেকেই আমি প্রচুর খেতাম। আমেরিকায় পড়তে গিয়ে প্রথম দু’বছরে আমার ওজন আরও বেড়ে যায়। তবে শেষ বছরটায় আমি বেশ খানিকটা ওজন ঝরিয়ে ফেলি।’

‘৪০ কেজি ওজন ঝরাতে হয়েছিল আমাকে। বোধহয় দুনিয়ার সবচেয়ে আনফিট মেয়ে ছিলাম আমি। আর এখন এমন হয়েছে যে ১৬ ঘণ্টা কাজ করার পরও এক ঘণ্টা জিম না করে আমি থাকতে পারি না।’

এতো ওজন কমানোর টিপস দেন সারা। বলেন, ‘নিয়মমাফিক জীবনযাপন আর বেশ কিছুটা ওয়ার্কআউট— এই সব কিছুর জন্যই আমি তাড়াতাড়ি রোগা হতে পেরেছি।’

কিন্তু এই রোগা হয়েও যে বিড়ম্বনা হবে তা আঁচ করতে পারেননি সারা আলি। আমেরিকা থেকে মুম্বাই আসার সময়ে এয়ারপোর্টে তাকে চিনতেই পারেননি অমৃতা সিংহ। সারা বলেন, ‘আমার স্যুটকেসটা দেখে মা আমাকে চিনতে পেরেছিল, এতটাই বদলে গিয়েছিল আমার লুক।’

‘কেদারনাথ’-এ তাক লাগানোর পর সারা ফের তৈরি ‘সিম্বা’ নিয়ে। সামনের সপ্তাহেই মুক্তি পাবে রণবীর সিংহের সঙ্গে সারার দ্বিতীয় ছবি।

আজকের বাজার/এমএইচ