ছাদ ভেঙ্গে ছাত্রীর মৃত্যু : কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

বরগুনার তালতলীতে সরকারি স্কুলের ভবনের ছাদের বিম ধসে পড়ে এক ছাত্রী নিহত হওয়ার ঘটনায় নিহতের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের দরা হয়েছে। এ ঘটনায় আহতদের যথাযথ চিকিৎসা ও তাদের পরিবারকে ১০ লাখ টাকা করে দেওয়ার আবদেন জানানো হয়েছে রিটে।

সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান তারেক ও মানবাধিকার সংগঠন ল অ্যান্ড লাইট ফাউন্ডেশনের পক্ষে রোববার আইনজীবী হুমায়ুন কবির রিটটি দায়ের করেন।

আইনজীবী হুমায়ুন কবির জানান, দেশের সব সরকারি বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন জরিপ করার নির্দেশনাও চাওয়া হয়েছে এই রিটে। যাতে করে কোন ভবনগুলো ঝুঁকিপূর্ণ ও কোনগুলো ঝুঁকিপূর্ণ নয় তা চিহ্নিত করা যায়।

বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হবে।

‘বরগুনার তালতলীতে শিশু মৃত্যু: শিক্ষার্থীদের মাথায় ধসে পড়ল স্কুল ভবনের ছাদ’ শিরোনামে একটি দৈনিকে আজ খবর ছাপা হয়। খবরটি যুক্ত করে ওই রিটটি করা হয়।

শনিবার বেলা ১১টার দিকে তালতলীর ছোটবগী ইউনিয়নের পি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে মানসুরা (৮) নামের তৃতীয় শ্রেণির এক ছাত্রী নিহত হয়। এ ঘটনায় আরও তিনজন আহত হয়।

আজকের বাজার/এমএইচ