ছুটির দিনে ব্যাংকে লেনদেনের সময় বাড়ল ১ ঘণ্টা

করোনাভাইরাস রোধে ৯ এপ্রিল পর্যন্ত চলমান সাধারণ ছুটির দিনগুলোতে ব্যাংকে লেনদেনের সময় এক ঘণ্টা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সূচি অনুযায়ী, তফসিলি ব্যাংকগুলোর নির্দিষ্ট শাখাগুলো এখন সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খোলা থাকবে। আর লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে বৃহস্পতিবার জারি করা এক সার্কুলারে বলা হয়, সরকার সাধারণ ছুটি ৯ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করায় বিদ্যমান ব্যাংক খোলা রাখার সময় পুনর্নির্ধারণ করা হয়েছে।

সার্কুলারে উল্লেখ করা হয় যে বর্ধিত সময়ে ব্যাংকগুলোকে গ্রাহকদের নগদ ও চেকের মাধ্যমে অর্থ জমা ও উত্তোলনের পাশাপাশি ডিডি, পে-অর্ডার ইস্যু, ট্রেজারি চালান জমাসহ ক্লিয়ারিং ব্যবস্থার আওতাধীন অন্যান্য সেবা নিশ্চিত করতে হবে। সূত্র- ইউএনবি

আজকের বাজার/ শারমিন আক্তার