জবি শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন আহমদ এর অভিযোগ আমলে নেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, গবেষণা প্রবন্ধ জালিয়াতির অভিযোগ এনে গত ২৬ এপ্রিল নাসির উদ্দিন আহমদকে চাকরিচ্যুত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অপসারণের প্রতিবাদে ও তাকে স্বপদে বহালের দাবিতে ১ মে থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে ধর্মঘট পালন করে আসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের সমর্থন দেওয়ার কারণে তাকে অপসারণ করা হয়েছে।

আরজেড/