জলবায়ু চুক্তি বাস্তবায়নে ৪৫ লাখ ডলার দিবেন ব্লুমবার্গ

প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়নে ৪৫ লাখ মার্কিন ডলার তহবিল দেয়ার ঘোষণা দিয়েছেন নিউইয়র্কে সাবেক মেয়র ও ধনকুবের  মাইকেল ব্লুমবার্গ।

রোববার যুক্তরাষ্ট্রভিত্তিক সিবিএস টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ সহায়তা দেয়ার কথা জানান।

২০১৭ সালে প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেয় ট্রাম্প প্রশাসন। প্রথম থেকেই ট্রাম্পের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার ছিলেন মাইকেল ব্লুমবার্গ।

সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্প সরকার এ চুক্তি থেকে সরে দাঁড়ালেও, একজন মার্কিন নাগরিক হিসেবে জলবায়ু চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি রক্ষা করতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

আজকের বাজার/আরজেড