জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী

চলমান রাজনৈতিক সংকটে প্রবীণ রাজনীতিবিদ ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

সোমবার (৫ নভেম্বর) দুপুরে মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।

কাদের সিদ্দিকী বলেন, একটি বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য নির্বাচন আদায়ের জন্য তার দল জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিয়েছে।

‘আমরা একটি বিশ্বাসযোগ্য এবং গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন চাই। যে নির্বাচনে মানুষ স্বাধীন এবং স্বতঃস্ফুর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। তাই আমি আনন্দের সাথে আমার দলের সিদ্ধান্ত ঘোষণা করছি যে, আমরা ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিয়েছি’, বলেন তিনি।

এর আগে গত শনিবার রাজধানীর বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ড. কামাল হোসেনের সাথে সাক্ষাৎ করে ঐক্যফ্রন্টে যোগদানের বিষয়ে কথা বলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। তবে ওইদিন চূড়ান্ত সিন্ধান্ত নিতে সময় নেন তিনি। একদিন পর আজ জাতীয় ঐক্যফ্রন্টে যোগদানের ঘোষণা দিয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দাবি করলেন কাদের সিদ্দিকী।

আজকের বাজার/এমএইচ