জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

শনিবার বাংলাদেশে রোজা শুরু হবে কিনা, তা নিয়ে শুক্রবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। তার আগে ওইদিন দেশের কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোনে অথবা সংশ্লিষ্ট প্রশাসনকে জানাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীনের সই করা এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ১৪৪১ হিজরি সনের রমজান মাসের চাঁদ দেখা নিয়ে শুক্রবার সন্ধ্যায় (বাদ মাগরিব) সভা অনুষ্ঠিত হবে। সভায় ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ সভাপতিত্ব করবেন।

বার্তায় আরো বলা হয়, দেশের কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে ইসলামিক ফাউন্ডেশনের দেয়া নম্বরে কল করে জানাতে বলা হয়েছে অথবা নিকটস্থ প্রশাসন বা স্থানীয় জনপ্রতিনিধিকে জানাতে অনুরোধ করা হয়েছে।

টেলিফোন নম্বরগুলো হলো: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭, ৯৫৫৮৩৩৭। এছাড়া ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৬১।