জাতীয় মহাসড়কে টোল আদায়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মহাসড়ক রক্ষণাবেক্ষণের জন্য দেশের চারটি জাতীয় মহাসড়কে চলাচলকারী দূরপাল্লার যানবাহনের কাছ থেকে টোল আদায় করতে হবে।

মঙ্গলবার রাজধানীর শের-ই-বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সাপ্তাহিক সভায় তিনি এ নির্দেশনা দেন।খবর ইউএনবি।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রেস ব্রিফিংয়ে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুর পাশাপাশি জাতীয় মহাসড়কগুলো থেকে টোল আদায়ের নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, উন্নত দেশের মতো আমাদের দেশেও বড় বড় মহাসড়ক যেমন ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-রংপুর ও ঢাকা-খুলনা এসব মহাসড়কে টোল আদায়ের ব্যবস্থা রাখতে হবে। টোলের অর্থ জাতীয় মহাসড়কগুলো রক্ষণাবেক্ষণ ও সংস্কার কাজে ব্যবহার করা হবে।

প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে পরিকল্পনামন্ত্রী উল্লেখ করেন, স্বল্প-দূরত্বের যানবাহনে নয়, বরং দূরপাল্লার যানবাহনের ওপর এই টোল আরোপ করা হবে। বিশ্বের অনেক দেশেই এরকম টোল আদায় করা হয়।

আজকর বাজার/লুৎফর রহমান