জাতীয় শ্রমিক লীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

জাতীয় শ্রমিক লীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামীকাল শনিবার। শ্রমজীবী মানুষের দাবি আদায়সহ অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৬৯ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গঠিত হয় জাতীয় শ্রমিক লীগ।

জাতীয় শ্রমিক লীগের সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে আগামীকাল সকাল সাড়ে ৮টায় ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে।

এদিকে সকাল ১০টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সর্বস্তরের শ্রমিক কর্মচারী জমায়েত ও আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে র‌্যালির উদ্বোধন করবেন।
এছাড়াও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ এমপি, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম ও বিএম মোজাম্মেল হক, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুর রহমান সিরাজসহ জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। এতে সভাপতিত্ব করবেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহামুদ।