জিম্বাবুয়ের পরিবর্তে ভারত সফরে যাচ্ছে শ্রীলংকা

আইসিসির দেওয়া নিষেধাজ্ঞার পরেও বাংলাদেশে টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ খেলে গেছে জিম্বাবুয়ে। তবে ভারত তাদের এই সুযোগটা দিচ্ছে না। আগামী বছরের শুরুতে হতে যাওয়া ভারত-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজের জন্য জিম্বাবুয়ের পরিবর্তে শ্রীলংকাকেই আমন্ত্রণ জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

শ্রীলংকার বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে নতুন বছর শুরু করবে টিম ইন্ডিয়া। এই সিরিজটি খেলার কথা ছিল জিম্বাবুয়ের বিরুদ্ধে। কিন্তু আইসিসি জিম্বাবোয়েকে সাসপেন্ড করায় শ্রীলংকার সঙ্গে এই সিরিজ খেলবে ভারত।

জুলাই মাসে জিম্বাবুয়েকে সাসপেন্ড করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। কিন্তু যখন সিরিজ ঘোষণা করা হয়, তখন অবশ্য জিম্বাবুয়েকে সাসপেন্ড করেনি আইসিসি। পরিবর্তিত পরিস্থিতিতে শ্রীলংকাকে নিয়ে আসার সিদ্ধান্ত নেয় বিসিসিআই।

আগামী ৫, ৭ ও ১০ জানুয়ারি হবে ম্যাচ তিনটি।

আজকের বাজার/লুৎফর রহমান