জুনের পর নিবন্ধন ছাড়া অনলাইন পত্রিকা বন্ধ: তথ্যমন্ত্রী

নিবন্ধন না করলে ৩০ জুনের পর কেউ অনলাইন পত্রিকা চালাতে পারবেনা বলে জানিয়ে দিয়েছেন তথ্যমন্ত্রী ডা. হাসান মাহমুদ।

তিনি বলেন, এ পর্যন্ত নিবন্ধনের জন্য আবেদন পড়েছে ৮ হাজার। নিবন্ধন সম্পন্ন হলে আইসিটি মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বৈধ অনলাইন পত্রিকার তালিকা প্রকাশ করা হবে।

শনিবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টায় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির উদ্যোগে ‘তারুণ্যের ভাবনায় আওয়ামী লীগ’ শীর্ষক এক প্রশ্নোত্তর ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জাব্বারসহ আরো উপস্থিত ছিলেন- পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, শিক্ষা উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেল, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ।

আজকের বাজার/এমএইচ