জেনেভা আলোচনায় অংশ না নেয়ার ঘোষণা লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকারের

লিবিয়ার জোট সরকার জাতিসংঘ আলোচনায় তাদের অংশগ্রহণ স্থগিত করার ঘোষণা দিয়েছে। সংঘাতপূর্ণ দেশটিতে একটি স্থায়ী অস্ত্রবিরতির মধ্যস্থতার লক্ষে জাতিসংঘ এ আলোচনা চালিয়ে আসছে। এদিকে দেশটিতে ভঙ্গুর অস্ত্রবিরতি বারবার লঙ্ঘিত হয়ে আসছে। রাজধানী ত্রিপোলির একটি বন্দরে চালানো রকেট হামলা ঠেকিয়ে দেয়ার পর তারা আলোচনা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিল। জাতীয় ঐক্যের সরকারকে(জিএনএ)উৎখাতে দেশটির পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ডার খলিফা হাফতার রাজধানী ত্রিপোলি লক্ষ করে কয়েক মাস ধরে অভিযান চালিয়ে আসছে।

মঙ্গলবার জিএনএ’র এক বিবৃতিতে বলা হয়, আমরা আগ্রাসক হাফতার ও তার অস্ত্রবিরতি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থান না নেয়া পর্যন্ত জেনেভায় সামরিক আলোচনায় আমাদের অংশগ্রহণ স্থগিতের ঘোষণা দিচ্ছি। এতে আরো বলা হয়, একটি স্থায়ী চুক্তি ছাড়া আলোচনার কোন অর্থ নেই। বোমা হামলার মধ্যে কোন শান্তি হতে পারে না। বন্দরে বিভিন্ন হামলা ছিল অস্ত্রবিরতির সর্বশেষ লঙ্ঘন। হাফতারকে সমর্থন দেয়া রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় গত জানুয়ারিতে এ অস্ত্রবিরতি চুক্তি কার্যকর করা হয়। তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান