জ্ঞান কোষ

বাংলাদেশের আইন
১। বাংলাদেশে বিশেষ ক্ষমতা আইন কবে পাস হয়?
(ক) ১৯৭২ (খ) ১৯৭৪
(গ) ১৯৭৬ (ঘ) ১৯৭৭
২। সংবিধানের কত নং অনুচ্ছেদ বলে সংবিধান সংশোধন করা হয়?
(ক) ১৪১ নং (খ) ১৪৪ নং
(গ) ১৪২ নং (ঘ) ১৪৬ নং
৩। শাসন বিভাগের সমালোচক কে?
(ক) আইন সভা (খ) মন্ত্রিসভা
(গ) সংসদীয় কমিটি (ঘ) জাতীয় সংসদ
৪। সূর্যাস্ত আইন কে প্রবর্তন করেন?
(ক) মার্ক টেইলর
(খ) ওয়ারেন হেস্টিংস
(গ) ডেভিড লয়েড
(ঘ) রাজা রামমোহন রায়
৫। কোন শাখা আইন সভার আইনকে কার্য্যে পরিণত করে?
(ক) আইন সভা (খ) মন্ত্রিসভা
(গ) নির্বাহী শাখা (ঘ) জাতীয় সংসদ
৬। ব্রিটেনের আইন সভা কত কক্ষ বিশিষ্ট?
(ক) এক কক্ষ বিশিষ্ট
(খ) দ্বিকক্ষ বিশিষ্ট
(গ) চার কক্ষ বিশিষ্ট
(ঘ) তিন কক্ষ বিশিষ্ট
৭। সহকারী জজের আর্থিক এখতিয়ার কত?
(ক) ২ লাখ টাকা পর্যন্ত
(খ) ১ লাখ টাকা পর্যন্ত
(গ) ৩ লাখ টাকা পর্যন্ত
(ঘ) ৪ লাখ টাকা পর্যন্ত
৮। ২০০৩ সালের দেওয়ানী কার্যবিধিরর সংশোধনী অনুসারে কাকে রিভিশনের ক্ষমতা দেয়া হয়েছে?
(ক) সহকারী জজকে (খ) সিনিয়র সহকারী জজকে
(গ) যুগ্ম জেলা জজকে
(ঘ) জেলা জজকে
৯। গ্রাম্য আদালতের রায়ের বিরুদ্ধে কোন আদালতে আপিল করা যায়?
(ক) সহকারী জজ
(খ) সিনিয়র সহকারী জজ
(গ) যুগ্ম জেলা জজ
(ঘ) উপরের সব
১০। নির্ধারিত কোর্ট ফিতে সর্বোচ্চ কোর্ট ফি কত?
(ক) ৫০ টাকা (খ) ১০০০ টাকা
(গ) ১০০ টাকা (ঘ) ২০০ টাকা
১১। কোন আইনের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নহে?
(ক) বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪
(খ) অর্থঋণ আদালত আইন ২০০৩
(গ) দেওয়ানী আইন
(ঘ) ক ও খ
১২। কত ধারা অনুযায়ী মুসলিম বিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
(ক) ধারা ৩ (খ) ধারা ৪
(গ) ধারা ২ (ঘ) ধারা ৫
১৩। আন্তর্জাতিক আদালতের মূল দুটি এখতিয়ার কি কি?
(ক) বাধ্যতামূলক ও স্বেচ্ছামূলক এখতিয়ার
(খ) বাধ্যতামূলক ও ঐচ্ছিক এখতিয়ার
(গ) ঐচ্ছিক ও স্বেচ্ছামূলক এখতিয়ার
(ঘ) বিরোধমূলক এখতিয়ার ও উপদেশমূলক এখতিয়ার
১৪। আন্তর্জাতিক আইনে জনক বলা হয় কাকে?
(ক) হুগো গ্রোসিয়াম
(খ) ওপেনহেইম
(গ) কেলসন
(ঘ) অ্যানজিলটি
১৫। নিরাপত্তা পরিষদেরর মোট সদস্য সংখ্যা-
(ক) ৫ (খ) ১০
(গ) ১১ (ঘ) ১৫
১৬। মুসলিম আইন অনুযায়ী বিবাহ কী?
(ক) পারস্পরিক সমঝোতা
(খ) দেওয়ানি চুক্তি
(গ) চুক্তি
(ঘ) কোনটিই নয়
১৭। আন্তর্জাতিক চুক্তি আইন সংক্রান্ত ভিয়েনা কনভেনশনটি কত সালের?
(ক) ১৯৬৯ (খ) ১৯৭০
(গ) ১৯৮০ (ঘ) ১৯৮৯
১৮। আন্তর্জাতিক আইনের মূল ভিত্তি রূপে কোন নীতিটিকে গণ্য করা হয়?
(ক) ঔঁং পড়মবহং
(খ) চধপঃধ ঝঁহঃ ঝবৎাধহফধ
(গ) জবনঁবং ঝরপ ঝঃধহঃরষৎবং
(ঘ) জবহাড়র
১৯। কোন আইন বিজ্ঞানী আন্তর্জাতিক আইনকে চড়ংরঃরাব গড়ৎধষরঃু নামে ডাকার পক্ষপাতি?
(ক) অঁংঃরহ
(খ) ঙঢ়ঢ়বহযবরস
(গ) ঐড়ননবং
(ঘ) ক+খ
২০। দেওয়ানী মামলায় বিবাদী কোনটি?
(ক) আরজি (খ) এজাহার
(গ) লিখিত বিবৃতি (ঘ) ক+খ

#সঠিক উত্তর
উত্তর : ১.খ, ২.গ, ৩.ক, ৪.খ, ৫.গ, ৬.ক, ৭.ক, ৮.ঘ, ৯.ক, ১০.ঘ, ১১.ঘ, ১২.ক, ১৩.ঘ, ১৪.ক, ১৫.ঘ, ১৬.খ, ১৭.ক, ১৮.ঘ, ১৯.ঘ, ২০.গ
আজকের বাজার : সালি / ১৫ নভেম্বর ২০১৭