জয়পুরহাটে মাদক বিরোধী সাইকেল র‌্যালি

’মাদক মুক্ত নিরাপদ দেশ আমরাই গড়ব বাংলাদেশ’এ স্লোগানকে সামনে রেখে জেলা সদরের প্রত্যন্ত অঞ্চলের সীমান্ত সংলগ্ন স্কুলের দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে সোমবার মাদক বিরোধী ও মাদকের কুফল বিষয়ে সচেতনতা মূলক এক সাইকেল র‌্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে পল্লী কর্ম-সহায়ক(পিকেএসএফ)ফাউন্ডেশনের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচীর আওতায় স্থানিয় বে-সরকারি উন্নয়ন সংস্থা’জাকস ফাউন্ডেশন’এ সাইকেল র‌্যালি এবং আলোচনা সভার আয়োজন করে। ধলাহার ইউনিয়ন পরিষদ চত্বর থেকে সাইকেল র‌্যালির উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির পিপিএম। ধলাহার ও চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের দুই শতাধিক ছাত্র ছাত্রী ওই সাইকেল র‌্যালিতে অংশগ্রহণ করে। র‌্যালিতে শিক্ষার্থীরা মাদক ছেড়ে কলম ধরি,“মাদক মুক্ত সমাজ গড়ি”এ রকম নানা স্লোগান লেখা প্লে কার্ড বহন করে। সভায় সভাপতিত্ব করেন জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো: নূরুল আমিন। সাংবাদিক শাহাদুল ইসলাম সাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধলাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ আহম্মেদ, জাকস ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক মো: আবুল বাশার, যুগ্ম-পরিচালক রফিকুল ইসলাম বাদশা, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচীর ফোকাল পারসন সোহেল আহমেদ, মোস্তাফা কামাল প্রমূখ। তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান