জয়পুরহাটে মুজিববর্ষে এলজিইডির সড়ক রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন

মুজিববর্ষ পালন উপলক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এ বছর অক্টোবর থেকে আগামী বছরের মার্চ মাস কে সড়ক ’রক্ষণাবেক্ষণ মাস ’ হিসেবে ঘোষণা করেছে। সেই লক্ষ্যে জেলার পাঁচ উপজেলায় আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সড়কের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।

জয়পুরহাট সদরের বম্বু ইউনিয়নে সড়ক মেরামত ও সংস্কার কাজে উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাঃ আব্দুল মালেক সরকার। অনুষ্ঠানে এলজিইডির মুজিববর্ষ পালনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম সোলায়মান আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায়, এলজিইডি জয়পুরহাটের নির্বাহী প্রকৌশলী এফ এম খায়রুল ইসলাম প্রমূখ।

জয়পুরহাট জেলায় মোট সড়কের পরিমান হচ্ছে ১ হাজার ৮৮৩ কিলোমিটার। এর মধ্যে পাকা সড়কের দৈর্ঘ্য হচ্ছে ৯৮৬ কিলোমিটার , যা মোট সড়কের শতকরা ৫২ ভাগ এবং কাঁচা সড়কের দৈর্ঘ্য ৮৯৭ কিলোমিটার , যা মোট সড়কের শতকরা ৪৮ ভাগ।