জয়পুরহাটে ৬২ কোটি টাকা ব্যয়ে মডেল মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছে

৬২ কোটি ৮ লাখ ১৯ হাজার টাকা ব্যয়ে জয়পুরহাটে জেলা মডেল মসজিদসহ চার উপজেলাতেই শুরু হয়েছে মডেল মসজিদের নির্মাণ কাজ।

গণপূর্ত বিভাগ সূত্র জানায়, শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের নেওয়া যুগান্তকারী বিশেষ উদ্যোগ গুলোর মধ্যে একটি হচ্ছে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ। ইতোমধ্যে নির্মাণ কাজ শুরু হয়েছে। প্রতিটি জেলা ও উপজেলায় ১টি করে ৫৬০ টি মডেল মসজিদ নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় জয়পুরহাট জেলা মডেল মসজিদসহ চার উপজেলাতে অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত মডেল মসজিদের নির্মাণ কাজ চলছে। মসজিদ নির্মাণের জায়গা নির্ধারণ জটিলতার কারণে জয়পুরহাট সদর উপজেলায় নির্মাণ কাজ শুরু হতে দেরি হচ্ছে বলে জানান, গণপূর্ত বিভাগ জয়পুরহাটের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান।

সুসজ্জজিত ও দৃষ্টিনন্দন করে গড়া মডেল মসজিদে থাকবে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা নামাজের স্থান, ঈমাম ট্রেনিং সেন্টার, অটিজম কর্ণার, মিটিং রুম, ইসলামিক রিচার্চ সেন্টার ও ইসলামিক লাইব্রেরী। জয়পুরহাট জেলা মডেল মসজিদ নির্মাণের জন্য ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি ৪০ লাখ ৯৮ হাজার টাকা, কালাই উপজেলা মডেল মসজিদের জন্য ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ৬ লাখ, আক্কেলপুর উপজেলার জন্য ১২ কোটি ৬১ লাখ ৩৩ হাজার,পাঁচবিবি উপজেলার মডেল মসজিদের জন্য ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ৬২ লাখ ৮৭ হাজার টাকা ও ক্ষেতলাল উপজেলায় মডেল মসজিদ নির্মাণের জন্য ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ৩৭ লাখ ১ হাজার ৬৩ টাকা। আগামী ২০২১ সালের জুন মাসের মধ্যে এগুলোর নির্মাণ কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন গণপূর্ত বিভাগ জয়পুরহাটের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান।

আজকের বাজার/লুৎফর রহমান