জয়পুরহাটে ৬৯ স্বেচ্ছাসেবী মহিলা সমিতিকে অনুদানের চেক প্রদান

জেলার স্বেচ্ছাসেবী মহিলা উন্নয়ন সমিতিগুলোর কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে সোমবার জেলার ৬৯ টি স্বেচ্ছাসেবী মহিলা উন্নয়ন সমিতিকে ২০১৮-১৯ অর্থ বছরের জন্য ১২ লাখ ৬৫ হাজার টাকা অনুদানের চেক প্রদান করা হয়।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সমিতি গুলোর মাঝে অনুদানের চেক বিতরণ উপলক্ষে স্থানিয় জেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সভাপতি ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু। বিশেষ অতিথীর বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. আরিফুর রহমান রকেট, অতিরিক্ত পুলিশ সুপার উজ্জল কুমার রায়, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সেলিম শাহ্, জাগরণ মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শাম্মিম আজিজ সাজ, নারী ও শিশু কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক নিলুফা জহুর লিলি, জাতীয় মহিলা সংস্থার স্থানিয় চেয়ারম্যার রেবেকা সুলতানা প্রমুখ।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা সুলতানা স্বেচ্ছাসেবী মহিলা উন্নয়ন সমিতিগুলোর সার্বিক উন্নয়নে শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের গৃহীত কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন। শেষে জেলার ৬৯টি মহিলা উন্নয়ন সমিতিকে অনুদান হিসেবে ১২ লাখ ৬৫ হাজার টাকার চেক তুলে দেন প্রধান অতিথী ।এ ছাড়ও জয়পুরহাট পৌর এলাকার কর্মজীবী মহিলাদের ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচীর আওতায় মায়েদের স্বাস্থ্য পরীক্ষার জন্য হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়।