জয় পেলেন জনসন

ব্রিটেনের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়েই জয় পেয়েছে প্রধানমন্ত্রী জনসনের দল কনজারভেটিভ পার্টি। শুক্রবার নির্বাচনের ফলাফল ঘোষণায় এমন চিত্রই পাওয়া গেছে।

শুক্রবার ৬৫০ আসনের মধ্যে ৬৪৯টির ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে কনজারভেটিভরা পেয়েছে ৩৬৪ আসন এবং লেবার পার্টি পেয়েছে ২০৩ আসন। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ৩২৬টি আসনে জয়। অন্যান্য দলের মধ্যে স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি এসএনপি ৪৮টি, লিবারেল ডেমোক্র্যাটস ১১টি, ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি আটটি এবং অন্যান্যরা পেয়েছে ১৫টি আসন।

প্রধানমন্ত্রী জনসন এক প্রতিক্রিয়ায় বলেছে, এই ফলাফল তাকে ব্রেক্সিট শেষ করার ম্যান্ডেট দিয়েছে এবং আগামী মাসেই ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাবে ব্রিটেন।

লেবার পার্টির নেতা জেরেমি করবিন বলেন, তার দলের জন্য ‘এটা অত্যন্ত হতাশার রাত’। আগামী নির্বাচনে তিনি দলের নেতৃত্ব দেবেন না। তবে তিনি এখন পদত্যাগ করছেন না। আরো কিছু সময় দলের নেতৃত্বে থাকবেন আলোচনা চালিয়ে যাওয়ার জন্য।

আজকের বাজার/এমএইচ