টঙ্গীতে আগুনে বসত বাড়ির ৯টি ঘরের মালামাল পুড়ে গেছে

রাজধানীর অদূরে টঙ্গী শিল্পনগরীর দক্ষিণ আরিচপুর এলাকায় আজ সকালে জনৈক সালাউদ্দিনের বসত বাড়িতে আগুন লেগেছে।
আগুনে বসতঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও রিকসার গ্যারেজের মালামাল পুরে গেছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।

অগ্নিকান্ডের খবর পেয়ে গাজীপুরের টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
আগুনে ৯টি ঘর ও বিভিন্ন ধরনের আসবারপত্র ভস্মীভূত হয়ে গেছে।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন বাসসকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, সোমবার সকাল সোয়া ৮টার দিকে মো. সালাউদ্দিনের বসতঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শীখা চারপাশে ছড়িয়ে পড়ে।

এলাকাবাসি ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে বিভিন্ন ধরনের মালামালসহ ছোট-বড় ৯টি ঘর পুড়ে যায়। ঘরগুলোতে রিকশার গ্যারেজ, পুরাতন বস্তা-কাগজ লাকড়িসহ বিভিন্ন ধরনের আসবারপত্র ছিল।
বিড়ি কিংবা সিগারেটের আগুন থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি বলে দমকল বাহিনী সূত্রে জানা যায়।

সূত্র – ইউএনবি