টস জিতে ব্যাটিংয়ে শ্রীলংকা

বিশ্বকাপের দ্বাদশ আসরের চার সেমি ফাইনালিষ্ট চূড়ান্ত। তবে পয়েন্ট তালিকার শীর্ষে উঠতে এই ম্যাচে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে ভারত। ম্যাচে জয় দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শেষ করতে চাইবে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া লংকানরা। আর ফর্মের তুঙ্গে থাকা ভারতীয় দলের লক্ষ্য থাকবে এ ম্যাচে জয়ী হয়ে পয়েন্ট সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়া থেকে বিরত থাকা।

শনিবার লীডসে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন লংকান অধিনায়ক করুনারত্নে।

স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে জয় পেয়ে এখন অনেক বেশি আত্মবিশ্বাসী শ্রীলংকা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ৫৫ রানে ৪ উইকেট।

ভারত একাদশ : লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), রিশাভ প্যান্ট, দীনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, জাসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদভ।

শ্রীলংকা একাদশ : দিমুথ করুনারত্নে, কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, লাহিরু থিরিমান্নে, ধনঞ্জয় ডি সিলভা, এঞ্জেলো ম্যাথিউস, ইসুরু উদানা, থিসারা পেরেরা, কাসুন রাজিথা, লাসিথ মালিঙ্গা।

আজকের বাজার/লুৎফর