টস জিতে ব্যাট করছে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং-এ স্বাগতিক বাংলাদেশ। সকল শংকা কাটিয়ে এ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান।

খেলার প্রথম ওভারেই, শুন্য রানে ফেরত যান বাংলাদেশ দলের ওপেনার সৌম্য সরকার। এরপর মাঠে নামেন মমিনুল। ইমরুল কায়েসকে সাথে নিয়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন মমিনুল। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্কোর ৫৯-১ (১৫)।

ছয় ব্যাটসম্যান, এক অলরাউন্ডার, তিন স্পিনার ও এক পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। এ ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হচ্ছে ১৭ বছর বয়সী ডান-হাতি অফ-স্পিনার নাইম হাসানের।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে সিরিজের প্রথম টেস্টটি।

বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোহাম্মদ মিথুন, মোমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম ও নাঈম হাসান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ক্রেইগ ব্রার্থওয়েট (অধিনায়ক), শাই হোপ, কাইরেন পাওয়েল, শিমরোন হেটমায়ার, রোস্টন চেজ, সুনীল অ্যামব্রিস, শেন ডওরিচ (উইকেটরক্ষক), শানন গ্যাব্রিয়েল, জোমেল ওয়ারিকান, দেবেন্দ্র বিশু ও কেমার রোচ।