টস হেরে ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ

SOUTHAMPTON, ENGLAND - JUNE 14: Evin Lewis of West Indies is bowled by Chris Woakes of England during the Group Stage match of the ICC Cricket World Cup 2019 between England and West Indies at The Hampshire Bowl on June 14, 2019 in Southampton, England. (Photo by Mike Hewitt/Getty Images)

বিশ্বকাপে আজ স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে সাউদাম্পটনের দ্য রোজ বলে।

দুই দলই আজ তাদের চতুর্থ ম্যাচ খেলতে মাঠে নেমেছে। এর আগে ইংল্যান্ড তিন ম্যাচ খেলে দুইটিতে জয় পায় ও একটিতে হারে। চার পয়েন্ট নিয়ে এখন তারা পয়েন্ট টেবিলে চতুর্থ অবস্থানে রয়েছে।

অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ এর আগে তিন ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে ও একটিতে হেরেছে। আর একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। তিন পয়েন্ট নিয়ে এখন তারা ষষ্ঠ অবস্থানে রয়েছে।

ওয়েস্ট ইন্ডিজ আজ একাদশে তিনটি পরিবর্তন এনেছে। একাদশে ফিরেছেন এভিন লুইস, আন্দ্রে রাসেল ও শ্যানন গ্যাব্রিয়েল। বাদ পড়েছেন ড্যারেন ব্রাভো, কেমার রোচ ও অ্যাশলে নার্স। তবে, একাদশে কোনো পরিবর্তন আনেনি ইংল্যান্ড।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ:

ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ (উইকেটরক্ষ), নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), আন্দ্রে রাসেল, কার্লোস ব্র্যাথওয়েট, শ্যানন গ্যাব্রিয়েল, শেল্ডন কটরেল, ওশানে থমাস।

ইংল্যান্ড একাদশ:

জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগ্যান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), ক্রিস ওকস, আদিল রশীদ, জোফরা আর্চার, লিয়াম প্লানকেট, মার্ক উড।

আজকের বাজার/এমএইচ