টেকনাফে বন্দুকযুদ্ধে নিহত ২

কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই বিজিবি সদস্য। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়।

শনিবার ভোরে উপজেলার কে.কে খালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- টেকনাফ সদর ইউপির কেরুনতলীর শরীফের ছেলে মো. সাদেক ও মংডু রাম্বীবিল’র সুলতান আহমদের ছেলে আব্দুল গফুর। আহতরা হলেন- বিজিবির সিপাহী মো. আল ইমরান ও আব্দুল আউয়াল।

টেকনাফ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সল হাসান খান বলেন, মিয়ানমার থেকে কে,কে খাল হয়ে ইয়াবার একটি চালান আসার খবরে বিজিবির বিশেষ টহলদল অবস্থান নেয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যবসায়ীরা গুলি ছুড়লে আত্মরক্ষায় বিজিবিও পাল্টা গুলি ছুড়ে। পরে ঘটনাস্থল থেকে এক লাখ ইয়াবা, দুইটি ধারালো কিরিচসহ দুই জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।

পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে আহত বিজিবি সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আজকের বাজার/এমএইচ