টেস্ট ক্রিকেটে ইনিংস হারের সপ্তাহ!

ক্রিকেটের জন্য এ সপ্তাহটাকে আইসিসি চাইলে ইনিংস হারের সপ্তাহ ঘোষণা করতেই পারে!

কথাটা স্রেফ মজা করেই বলা। তবে ব্যাপারটা মিথ্যে নয়। পরপর দুই দিনে যে তিনটি দল টেস্টে ইনিংস হারের বিব্রতকর স্বাদ পেল!

ব্রিসবেন, কলকাতা, মাউন্ট মঙ্গানুই- বিশ্বের তিন প্রান্তে সাদা পোশাকের লড়াইয়ে নেমেছিল ছয় দল। তিন ম্যাচেই সফরকারী দল টস জিতে ব্যাটিং নিয়েছিল, তিন ম্যাচেই শেষ পর্যন্ত ইনিংস হার সঙ্গী করেছে তারাই।
গ্যাবা খ্যাত ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে নেমেছিল পাকিস্তান। টেস্টের চতুর্থ দিন রোববার পাকিস্তান হারে ইনিংস ও ৫ রানে।

কলকাতায় বাংলাদেশ ও ভারত মুখোমুখি হয়েছিল দিবারাত্রির টেস্টে।

পাকিস্তান তবুও টেস্ট চার দিনে নিতে পেরেছে। বাংলাদেশ সেটাও পারেনি। মুমিনুল হকের দল গোলাপি বলের টেস্ট মাত্র সোয়া দুই দিনেই হেরেছে ইনিংস ও ৪৬ রানে। পাকিস্তান ও বাংলাদেশের হারটা একই দিনেই।

সোমবার মাউন্ট মঙ্গানুইতে ম্যাচের শেষ দিন নিউজিল্যান্ডের কাছে ইনিংস ও ৬৫ রানে হেরেছে ইংল্যান্ড।

৭ উইকেট হাতে নিয়ে শেষ দিন শুরু করা ইংল্যান্ডের সামনে ম্যাচ বাঁচানোর ভালো সুযোগ ছিল। কিন্তু ইংলিশরা পারেনি। তাতে পরপর দুই দিনে তিনটি ইনিংস হার দেখে ফেলল টেস্ট ক্রিকেট।লক্ষ্ণৌতে বুধবার একমাত্র টেস্টে মুখোমুখি হবে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। সেই টেস্টের ভাগ্যে কী আছে, সেটা সময়ই বলে দেবে।

আজকের বাজার/আরিফ