ট্রেকিং ফিটনেস ফিচার নিয়ে স্যামসাংয়ের স্মার্টওয়াচ

নতুন স্মার্টওয়াচ আনছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। মডেল স্যামসাং গিয়ার এস ফোর। এটি তাদের সর্বাধুনিক স্মার্টওয়াচ। এতে উন্নত স্লিপ ট্রেকিং, এস হেলথসহ ফিটনেসের প্রায় সকল ফিচার থাকছে।

দক্ষিণ কোরিয়ার একটি তথ্যপ্রযু্ক্তি সংবাদ মাধ্যম জানিয়েছে, এই বছরের বাজারে আসবে স্যামসাং গিয়ার এস ফোর। ধারণা করা হচ্ছে ২০১৮ সালের চতুর্থ প্রান্তির শুরুতেই ডিভাইসটি বাজারে আসবে।

এদিকে স্যামমোবাইল জানিয়েছে, স্যামসাং উন্নত প্রযুক্তির হেলথ এবং ফিটনেস ফিচার দিয়ে তাদের নতুন স্মার্টওয়াচ সাজিয়েছে। যাতে ব্যবহারকারীদের সকল চাহিদা পূরণ হয়।

স্যামমোবাইলের প্রতিষ্ঠাতা মার্টিন রিইনডার্স জানিয়েছেন, স্যামসাং এসএম-আর৭৭০ মডেলে তাদের নতুন স্মার্টওয়াচটি তৈরি করছে। এতে থাকছে দ্রুত গতির প্রসেসর।

ডিভাইসটির দাম কেমন হবে সে সম্পর্কে এখনো কোনো আভাস মেলেনি।

এমআর/