ডাকসু ভিপি’র ওপর হামলা:  শাবিতে মানববন্ধন-বিক্ষোভ মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নূরসহ অন্যান্য শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থীরা।

সোমবার দুপুর সোয়া ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘ডাকসুর ভিপি নুরুল হক নূরসহ অন্যান্য শিক্ষার্থীদের ওপর যারা হামলা করেছেন সেই ‘মুক্তযুদ্ধ মঞ্চের’ সাথে জড়িতরা কি আদৌ মুক্তিযুদ্ধের চেতনার অধিকারী কিনা!! যারা মুক্তিযুদ্ধকে চেতনা হিসেবে মানেন, তারা কখনোই সাধারণ শিক্ষার্থীদের ওপর এভাবে হামলা করতে পারেন না।’

শাবি শিক্ষার্থী রাসেল মাহমুদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন তানভীর আকন্দ, তৌহিদুজ্জামান জুয়েল, লুবনা সুলতানা প্রমুখ।

উল্লেখ্য, ডাকসু ভিপি নূরের ওপর হামলার প্রতিবাদে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ কর্তৃক দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ ও সমাবেশের কমূসচি ঘোষণার অংশ হিসেবে শাবিতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে, রবিবার দুপুরে ডাকসু ভিপি নূর ও তার অনুসারীদের ওপর ‘মুক্তিযুদ্ধ মঞ্চের’নেতাকর্মী হামলা করে। এতে অন্তত ৩২ জন আহত হন।

আজকের বাজার/এমএইচ