ডাটা খরচ কমাবে স্যামসাং ম্যাক্স

অপেরা ম্যাক্স সেবাটিকে নতুন নামে ও রূপে চালু করেছে মোবাইল কোম্পানি স্যামসাং। এই সেবাটি ব্যবহার করে ডাটা খরচ কমাতে পারবে ব্যবহারকারীরা।

ওয়েবসাইট ও অ্যাপের কনটেন্ট কম্প্রেস করে ফোনে পৌঁছানোর ফলে ডাটা খরচের পরিমাণ কমে আসবে। তবে এতে কন্টেন্টের মানে কোনোরুপ প্রভাব পড়বে না। ফোনের সঙ্গে ম্যাক্সের সার্ভারের মধ্যে ভিপিএন সংযোগ তৈরির মাধ্যমে এটি কাজ করে।

অ্যাপটি চালু থাকা অবস্থায় ফোনের প্রতিটি অ্যাপ ভিপিএনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করবে। এর ফলে ডাটা বাঁচানো শুধু একটি-দুটি অ্যাপেই সীমাবদ্ধ থাকবে না। ম্যাক্সের সার্ভার থেকেই সব ছবি, ভিডিও ও টেক্সট কম্প্রেস করে ছোট বানিয়ে ফোনে পাঠানো হবে। ফলে ডাটা খরচ হ্রাস পাবে।

তাছাড়া সেবাটির মাধ্যমে অন্যান্য ভিপিএনের মতো নিজের তথ্য নিরাপদ রাখা যাবে। প্রয়োজনে নিজের আইপি অ্যাড্রেস বদলে অন্য দেশের অ্যাড্রেস থেকেও অনলাইন সেবা পাওয়া সম্ভব হবে। কোনো অ্যাপ যাতে ব্যাকগ্রাউন্ড থেকে ডাটা খরচ না হয় সেটিও নিশ্চিত করা যাবে।

আপাতত সেবাটি শুধুমাত্র স্যামসাং ফোনেই পাওয়া সম্ভব হবে। স্যামসাং ম্যাক্স ব্যবহার করতে কোনো টাকা খরচ করতে হবে না, শুধু দেখতে হবে বিজ্ঞাপন।

স্যামসাং ব্যবহারকারীরা স্যামসাং ম্যাক্স ডাটা সেভিংস অ্যান্ড প্রাইভেসি প্রোটেকশন থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন।

আজকের বাজার : এমআর/আরএম/২৪ফেব্রুয়ারি ২০১৮