ডিআইজি মিজানের তদন্ত প্রতিবেদন শেষ খুব শিগগির: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ডিআইজি মিজানের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে। আইনের ফাঁক দিয়ে যাতে বেরিয়ে যেতে না পারে, সেজন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। খুব শিগগিরই জানা যাবে তদন্ত প্রতিবেদন।

শনিবার রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

২০১৮ সালে একটি পত্রিকায় ‘তুলে নিয়ে বিয়ে করলেন অতিরিক্ত পুলিশ কমিশনার’ শিরোনামে মিজানের বিরুদ্ধে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হয়। পরে বিষয়টি তোলপাড় সৃষ্টি করে। ওই ঘটনায় পুলিশ সদরদফতরসহ দুর্নীতি দমন কমিশনে (দুদক) একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

সম্প্রতি দুদকের প্রতিবেদনে তার দুর্নীতির প্রমাণ পাওয়া যায়। প্রতিবেদন জমা দেয়ার পর দুদকের তদন্ত কর্মকর্তা পরিচালক খন্দকার এনামুল বাসির তার কাছ থেকে ৪০ লাখ টাকা নিয়েছেন বলে দাবি করেন ডিআইজি মিজান। এ বিষয়টি নিয়েও বেশ তোলপাড় শুরু হয়। এছাড়া তথ্য পাচারের অভিযোগে ওই তদন্ত কর্মকর্তাকে বরখাস্ত করেছে দুদক।

এদিকে ‘ডিআইজি মিজানকে এখনো কেন গ্রেফতার করা হচ্ছে না’ গত ১৬ জুন এ বিষয়ে জানতে চেয়েছেন সর্বোচ্চ আদালত।

আজকের বাজার/এমএইচ