ডিআরইউ নির্বাচনে ভোটগ্রহণ চলছে

উৎসবমুখর পরিবেশে চলছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নির্বাচনের ভোটগ্রহণ।

সোমবার সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটদান কোনো বিরতি ছাড়া চলবে বিকাল ৫টা পর্যন্ত।

দেশের রিপোর্টারদের সবচেয়ে বড় এ সংগঠনের মোট এক হাজার ৬৯৩ সদস্য তাদের ভোট দিচ্ছেন।

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ প্রধান নির্বাচন কমিশনার এবং মঞ্জুরুল আহসান বুলবুল ও এমএ আজিজ নির্বাচন কমিশনারের ভূমিকা পালন করছেন।

নির্বাচনে পদ রয়েছে ২১টি এবং ইতোমধ্যে তিন প্রার্থী- নারীবিষয়ক সম্পাদক রীতা নাহার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেল এবং জনকল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বাকি ১৮ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৩৮ প্রার্থী।