ডিএনসিসির প্রায় সাত লাখ ৫০ হাজার বর্গফুট এলাকায় জীবাণুনাশক স্প্রে

তিনটি ওয়াটার বাউজারের মাধ্যমে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রায় সাত লাখ ৫০ হাজার বর্গফুট এলাকায় জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। আজ সোমবার (২৩ মার্চ) উত্তর সিটির প্রধান তথ্য কর্মকর্তা মামুনুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

একই সঙ্গে করপোরেশনের ওয়ার্ডগুলোতে হ্যান্ড স্প্রে মেশিনের মাধ্যমে তরল জীবাণুনাশক স্প্রে করার কাজ চলমান আছে বলেও জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার নগরের কারওয়ান বাজার, মিরপুর টোলারবাগ, কুয়েত-মৈত্রী হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, শিশু হাসপাতাল হৃদরোগ হাসপাতাল এবং সংলগ্ন স্থানে তিনটি ওয়াটার বাউজারের মাধ্যমে প্রায় সাত লাখ ৫০ হাজার বর্গফুট এলাকায় জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।

এর আগে রবিবার ডিএনসিসি জীবাণুনাশক স্প্রে করার কার্যক্রম হাতে নেয়।

জানা গেছে, এক হাজার লিটারের ধারণ ক্ষমতাসম্পন্ন পাঁচটি ওয়াটার বাউজার এ কার্যক্রমে যুক্ত থাকবে। প্রতিটি বাউজার দৈনিক ১৬ বারে ১৬ হাজার লিটার করে মোট ৮০ হাজার জীবানুণাশক স্প্রে করবে। পাশাপাশি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডের অলি-গলিতে হ্যান্ড স্প্রে মেশিনের সাহায্যে তরল জীবাণুনাশক স্প্রে করা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিএনসিসি।

আজকের বাজার / এ.এ