ডিএসইতে লেনদেন ৫০০ কোটির ঘরে

টানা ৪ দিনের পতনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ৫০০ কোটি টাকার ঘরে নেমে গেছে। আজ ডিএসইতে ৫৭৩ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় ৪৬ কোটি ৩১ লাখ টাকা কম লেনদেন হয়েছে। বৃহস্পতিবার এ বাজারে ৬২০ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

রোববার ডিএসইতে মূল্য সূচকও কমেছে।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ১৫২টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১০ পয়েন্ট কমে ৬ হাজার ২৯৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৮২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৭৩ পয়েন্টে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২২ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৪৮৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির শেয়ার দর।

আজকের বাজার:এলকে/এলকে ৩ ডিসেম্বর ২০১৭