ডিএসইতে সূচকের উত্থান সিএসইতে সূচক নিম্নমূখী

বুধবার সূচকের মিশ্র প্রবনতায় লেনদেন শুরু হয় দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। সূচকের উঠানামা লক্ষ্য করা গেলেও দিন শেষ ডিএসইতে সূচকের ঊত্থান ওসিএসইতে নিম্নমূখী সূচকে লেনদেন শেষ হয়। পাশাপাশি ডিএসইতে আগেরদিনের চেয়ে বেড়েছে মোট লেনদেনের পরিমান। দিনশেষে ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ৪৬৭ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ৭৫ পয়েন্ট কমে অবস্থান করে ৪ হাজার ৯৩৩ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৫৩ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৮৮ টির দর কমেছে ৩৭ টির আর অপরিবর্তিত রয়েছে ২৮ টির।

অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ছাড়িয়েছে ১৪ কোটি ৫৭ লাখ টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ২১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ১৪ পয়েন্টে। লেনদেন হওয়া ২৬১ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ৩৬ টির দর বাড়ে ২৬১ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ১৫ টির দর।

 

আজকের বাজার/মিথিলা