ডিএসইতে সূচকের মিশ্র প্রবনতায় চলছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের মিশ্র প্রবনতায় লেনদেন চলছে দেশের বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে।আর সিএসসিতে সূচকের নিম্নমূখী প্রবনতায় চলছে লেনদেন। তবে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেশিরভাগেরই দর বেড়েছে।আর লেনদেনের দুই ঘন্টা পর ডিএসইতে মোট লেনদেন ছাড়িয়েছে ২৫৩ কোটি ৩৯ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বেলা ১২ টা ৩০ মিনিটে ডিএসই’র প্রধান ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৬৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ ইনডেক্স ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২১৯ পয়েন্টে এবং ডিএস৩০ ইনডেক্স ৬ পয়েন্ট কমে দাড়িয়েছে ১ হাজার ৮৫১ পয়েন্টে। আজ ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫১টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩ টির দর।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসই অল শেয়ার প্রাইস ইনডেক্স ৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ১৫৮পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়া ১৮৫ টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ৭৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।