ডিএসইর পরিচালক হলেন শাহজাহান ও শাকিল রিজভী

আজ (২৯ ডিসেম্বর ২০১৯) ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড এ পরিচালক নির্বাচনে মোহাম্মদ শাহজাহান ১৪৯ জনের ৮৬৪,২৮০,৮৩১ ভোট এবং মোঃ শাকিল রিজভী ১৩৩ জনের ৮২০,৯৬৮,৯৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ শামীম আফজাল৷ তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৫৬ জনের ১৫৮,৭৫৩,৫৫১ ভোট৷ তার আগে সকাল ১০ ঘটিকা থেকে বিরতিহীনভাবে বিকেল ৩.৩০ ঘটিকা পর্যন্ত ভোট গ্রহণ চলে৷ ২৫৯ জন ভোটারের মোট ভোট সংখ্যা ছিল ১১৫ কোটি ২২ লাখ ৫২ হাজার ৩৩১৷ মোট ১৭৮ জন ভোটার পরিচালক নির্বাচনে ভোট প্রদান করেন৷ এর মধ্যে ৮ জন ভোটারের ভোট বাতিল বলে গণ্য করা হয়৷ ভোট গণনা শেষে ডিএসই’র নির্বাচন কমিশনের চেয়ারম্যান বিচারপতি মোঃ আবদুস সামাদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন৷ এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য হারুন উর রশিদ এবং মনজুর উদ্দিন আহমেদ৷ উল্লেখ্য যে, এবছর ডিএসই’র পরিচালনা পর্ষদ থেকে দুজন সদস্য-শরীফ আতাউর রহমান এবং মোঃ হানিফ ভুইয়া অবসর গ্রহণ করেন৷

মোঃ শাকিল রিজভী

৪ নভেম্বর ১৯৯৩ তারিখে মোঃ শাকিল রিজভী ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্যপদ লাভ করেন৷ পুঁজিবাজারের অত্যন্ত সু-পরিচিত ব্যক্তিত্ব মোঃ শাকিল রিজভী দীর্ঘ ৩৩ বছরেরও বেশী সময় ধরে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাথে জড়িত৷ দীর্ঘ অভিঞ্জতা সম্পন্ন ব্যক্তিত্ব মোঃ শাকিল রিজভী পুঁজিবাজারের এক ক্রান্তি কালে ২০১০ সালের-ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেন৷ ২০১০ সালে প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বে থাকাকালীন বিতর্কের উর্ধ্বে থেকে নিরপেক্ষতার সাথে পুঁজিবাজারের উন্নয়নে তিনি উল্লেখযোগ্য ভুমিকা রেখেছেন৷ পরবর্তী সময়ে ১৬ মার্চ ২০১১ সালে দ্বিতীয় বারের মতো আবারও ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেন৷ তার আগে জনাব রিজভী ২০০৯ সালে ডিএসই’র ভাইস প্রেসিডেন্ট এবং ২০০৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত ডিএসই’র পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন৷ এ ছাড়াও তিনি ২০০২ ও ২০০৩ সালে ডিএসই’র মেম্বারস ক্লাবের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন৷ তিনি ব্রাহ্মণবাড়ীয়া জেলার মুরাদপুর গ্রামে জন্ম গ্রহণ করেন৷ বর্তমানে জনাব শাকিল রিজভী স্টক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক৷ এছাড়া তিনি শেয়ার ব্যবস্যা ছাড়াও বিভিন্ন সামাজিক উন্নয়নমুলক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন৷ জনাব রিজভী দেশে বিদেশে পুঁজিবাজারের উপর অনুষ্ঠিত বিভিন্ন কনফারেন্স, সেমিনার এবং প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন৷ তিনি মালোয়েশিয়া, বম্বে, তুরস্ক, নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ পরিদর্শন করেন৷

মোহাম্মদ শাহজাহান

মোহাম্মদ শাহজাহান পুঁজিবাজারের একজন অতি সু-পরিচিত ব্যক্তিত্ব৷ যার রয়েছে পুঁজিবাজার সহ টেক্সটাইল খাতের ব্যাপক অভিঞ্জতা৷ ১৯৭৫ সালে তার মালিকাধীন মোঃ শাহজাহান এন্ড কোম্পানি ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্য পদ লাভ করেন৷ যা পরবর্তীতে ২০০৬ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জের কর্পোরেট সদস্যপদ জাহান সিকিউরিটিজ লিঃ নামে আত্মপ্রকাশ করে৷ বর্তমান তিনি উক্ত ব্রোকারেজ হাউজের ব্যবস্থাপনা পরিচালক৷ জনাব শাহজাহান মার্চ ২০০৪ সাল থেকে মার্চ ২০০৭ সাল পর্যন্ত ডিএসই’র পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন৷ ২০১০ সালে তিনি দ্বিতীয় বারের মতো ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক নির্বাচিত হন৷ তিনি দেশের একজন খ্যাতিমান ব্যবসায়ীও৷ তিনি পাট রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ জুট এক্সপোর্টার এসোসিয়েশনের চেয়ারম্যান৷ তিনি একাধিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন৷ জনাব শাহজাহান মদিনা জুন ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক, শমসের জুট মিলস লিঃ এর উপ-মহা ব্যবস্থাপনা পরিচালক৷ এছাড়া তিনি নরসিংদী জুট ট্রেডার্স এবং জাহান টেক্সটাইল মিলসের ম্যানেজিং পার্টনারস৷ জনাব শাহজাহান বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকান্ডে জড়িত৷ জনাব শাহজাহান লন্ডন, নিউইউর্ক, থাইল্যান্ড স্টক এক্সচেঞ্জ পরিদর্শনসহ দেশে বিদেশে অনুষ্ঠিত পুঁজিবাজার বিষয়ক বিভিন্ন কনফারেন্স, সেমিনার, সভায় অংশগ্রহণ করে ব্যাপক অভিঞ্জতা অর্জন করেন৷ এছাড়া তিনি ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, মালয়েশিয়া, সিংগাপুর, থাইল্যান্ড, কানাডা ও আমেরিকাসহ ইউরোপের বহু দেশ ভ্রমন করেন৷